চড়ুইভাতি
চড়ুইভাতি


সকাল থেকে ঘরের ভিতর
সাজো সাজো রব ,
একটু বাদে সবাই মিলে
করব কলরব ।
টুবলু , তুহিন , রবি , বাবাই
মাতবো খেলায় আজ ,
ছুটির দিনে মাঠের পাশে
চড়ুইভাতি আজ ।
আলু ভাতে , বেগুন পোড়া
সাথে ডিমের ঝোল ,
বন্ধু পাড়ায় মাতব সবাই
উঠবে খুশির রোল ।
সকাল থেকে ঘরের ভিতর
সাজো সাজো রব ,
একটু বাদে সবাই মিলে
করব কলরব ।
টুবলু , তুহিন , রবি , বাবাই
মাতবো খেলায় আজ ,
ছুটির দিনে মাঠের পাশে
চড়ুইভাতি আজ ।
আলু ভাতে , বেগুন পোড়া
সাথে ডিমের ঝোল ,
বন্ধু পাড়ায় মাতব সবাই
উঠবে খুশির রোল ।