চরৈবেতি..
চরৈবেতি..


রোজই ভাবি আশার স্রোতে কাটব সাঁতার
রোজই ভাবি রূপকথার এক গল্প বুনি
ঘুম ভাঙলে চমকে উঠি হাতের ছোরায়
কঠিন মাটি প্রতিমুহুর্ত বানায় খুনি....
খুন করি রোজ স্বপ্নগুলো একটু করে
খুন হয়ে যায় সরল স্বত্বা,, মুখের আদল
রক্ত ঝরে বুকের ঘরে ঝর্ণাধারায়
তোমরা ভাব নামছে বুঝি বৃষ্টি বাদল....
রোজই খুঁজি সেই চেনামুখ, হাতের পাঁচিল
রোজই খুঁজি বেঁচে ওঠার জীবনমন্ত্র
আগুনজ্বলা রাস্তা দিয়ে যখন হাটি
একনিমেষেই সবুজ পরান লৌহযন্ত্র....
তবুও তো সেই যন্ত্রে আবার শব্দ ছোটে
শিরায় শিরায় ছুটতে থাকে রক্তের বাণ
প্রতিকূলে আজ সাঁতার কাটা শিখেছে জীবন
ওই শোনা যায় ছলাত ছলাত আগমনী গান...