চলো পাল্টাই
চলো পাল্টাই
শ্রাবনেও খরা
যদিও নোনতা জলের বৃষ্টি
তবুও ভেজে না মন মাটি।
মনখারাপের সামিয়ানার নিচে
আমি,তুমি সব্বাই
হারিয়েছি সবটুকু শীতলতা।
ঝলসানো রোদ
দেয় না নরম উত্তাপ
সেঁতসেতে মনের আঁতুরঘর
জন্ম নেয় না সৃষ্টি
ভীড় করে মলিন দৃষ্টি।
তবে,আজ চলো সবটুকু পাল্টাই
মুছে সব ধূসরতা
ফেলে দিয়ে সব ব্যাথা
হারাই দিগন্তের নীলে।
মুঠি ভরে সাত রঙে
রাঙাই মনের ভেলা।
শুরু হোক তবে প্রানের পুরোনো সেই খেলা।
দেখা হবে নিয়ে ভালোবাসার রেশ
আর কিছু স্বপ্নের আবেশ
ঘিরে থাক পরিবেশ।
চলো না আজ হারিয়ে যাই
দূরে,বহুদূরে,মনের কাছাকাছি
কোনো অজানা ঠিকানায়।।