STORYMIRROR

Atanu Ganguly

Fantasy

2  

Atanu Ganguly

Fantasy

চলাচল

চলাচল

1 min
501

নিঃশব্দে চলে গেলো দাঁড় করিয়ে রেখে;  

লাল রং সবুজ হতেই -

আমার অনিচ্ছায়। 

স্বপ্ন গুলো তুলে দিয়ে এসেছি 

S5; Berth-55; Side Lower, জানালার ধার।  

ফিরে আসবে কি? 

ফেলি দীর্ঘশ্বাস, ঝাপসা যে সব- 

খোলা আকাশের দিকে তাকিয়ে, 

এবার ঘরে ফেরা যাক। 


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy