চিঠি লেখার অভিজ্ঞতা
চিঠি লেখার অভিজ্ঞতা


প্রথম চিঠিতে গোলাপের চাষ করেছিলাম
পেয়েছি ক্যাকটাস...
শেষের চিঠিতে বুঝিনি হারাতেই হবে
মৃত্যুই বাস্তব !
পুরোনো দশ বছরের চিঠিতে লেখা আছে অস্তিত্ব -
আমার অস্থির অবস্থান, প্রকৃতি, পাওয়া না পাওয়া !
মিথ্যে তো নয় পেয়েছি অভিজ্ঞতা...
ভালো থেকো নতুন চিঠি !