চির নূতনের দিল ডাক
চির নূতনের দিল ডাক
চির নূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ
ফিরে এসো কবিবর লয়ে শুভ শাঙ্খ
এস পা ফেলো গ্রাম ছাড়া ঐ রাঙ্গা পথে
বাজাও বাঁশি ওগো রাখাল বালক সাথে
মুছে ফেলো গ্লানি ঘুচিয়ে দাও জরা
রৌদ্র স্নানে ওগো শুচি করো এ ধরা
হৃদয়ে তব নাচিবে ময়ূরের মতো
সুদূর আকাশে মিলাবে ভাবনা যত
অসংখ্য বন্ধন মাঝে লভিবে মুক্তির স্বাদ
প্রাণে আলোকভরা ভুবনের আহ্লাদ ্্
মন তবমেঘের সঙ্গী হয়ে উড়ে যাবে দিগন্তে
করুণ আখি তারা রহিবে জাগি একান্তে
শারদ লক্ষী আসিবে শুভ্র মেঘের রথে
একেলা চলেছ কত নির্মল নীল পথে
রিক্ততার বক্ষ ভেদি নিজেরে করিবে উন্মোচন
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন
হেমন্তে কোন সে বসন্তের মধুর বাণী
জোছনায় ভরা পূর্ণশশী দেবে গো আনি
শীতের হাওয়ায় লাগবে নাচন আমলকির ডালে
না রেখে ফলের আশা নাচবে যে তার তালে
বসন্ত জাগ্রত দ্বারে তুমি রইবে দাঁড়ায়
অসীম শূণ
অসীম শূন্যে ধেয়ে যাবে মন কুহুক জাগায়
আজি হতে শতবর্ষ পরে সবাই পড়িবে বসি
তোমার রচনা ,কবিতা ,গান যত দিবানিশি ।।
