STORYMIRROR

যুবক অনার্য

Romance

4  

যুবক অনার্য

Romance

চিফ গেস্ট

চিফ গেস্ট

1 min
11

বর্ষা

যার আসবার কথা ছিলো

যে কথা দিয়েছিলো

কদমতলার কাছে বসে

নব্বই দশকের মতো

৫ টাকার চিনে বাদাম খেতে খেতে

লেনদেন করবে প্রেমের

কথা দিয়েছিলো

একদিন ঘড়ির কাঁটায়

রাত্রি যখন দুই ঘটিকা

আদা চা-য় জল মিশিয়ে

সুখ দুঃখের বলবো দু’টি কথা

দুঃখকে কাচকলা দেখিয়ে

একদিন আমরা সুখী হবো

আর একদিন আমরা দুঃখী হলে

নব উদ্যমে শুরু করবো

উরাধুরা পুনরায় প্রেম


বর্ষা

আসবার কথা বলে কতো কী যে

কথা দিয়েছিলো


বর্ষা এসেছিলো

সংগে নিমন্ত্রণপত্র – নীল খামে লাল

তুমি থেকে আপনি-তে নেমে-

‘আপনাকে আসতেই হবে

না আসলে খুব কিন্তু বকে দিবো’-

একটানা বলে ফেলেছিলো


বর্ষারা কথা দিয়ে কথা রাখে-

ভালো বাসতে বাসতে

ঢলাঢলি করে

আর নিপুণ কৌশলে বলে –

আমার বিয়েতে আপনি চিফ গেস্ট

আপনাকে আসতে হবেই

না আসলে খুব কিন্তু বকে দিবো

না আসলে কাট্টিস

আড়ি নিয়ে নেবো


বর্ষারা ছুরি মেরে

রক্ত বের করে বলে-

ব্যথা পাবেন না প্লিজ

ব্যথা পেলে আমি কিন্তু

মাইন্ড করবো খুব


Rate this content
Log in

Similar bengali poem from Romance