STORYMIRROR

যুবক অনার্য

Romance

4  

যুবক অনার্য

Romance

পাস্তুরিত প্রেম

পাস্তুরিত প্রেম

1 min
6

তোমাকে কী দিতে পারি বলো- নিজের ভেতরে জমেনি কিছুই

না কুসুম না কমল অষ্টাদশী ঝড় পাস্তুরিত প্রেম

নৈশ সড়কের নীলাভ সাঁতার জমেনি চেতনার পোস্টমর্টেম

নির্বাচিত ক্ষতের গভীরে রয়ে যায়নি বিবর্তিত মহাকাল

অক্ষম অণুচক্রিকা শুকিয়ে ফেলেছে রক্তের দাগ নৈঃশব্দ্যের উরুচিহ্নে

কেউ রেখে যায়নি যৌন অপবাদ আমি তবে কী করে ফোটাই বলো সৃষ্টির যোনি!

তোমাকে কী দিয়ে যাবো বলো। -খরাক্রান্ত আত্মাকে খেয়ে গেছে চতুর কফিন এক অমাবস্যা রাত

জোছনা বিয়োবে না চরকাকাটা চাঁদ!


অপরাহ্ন-তীর ছুঁয়ে এ নদী গেড়েছে নোঙর

তবু নিমজ্জমান অপয়া আমি কিছুই পারি নি দিতে পারবো না আর।


Rate this content
Log in

Similar bengali poem from Romance