ছোট্ট সফর
ছোট্ট সফর

1 min

446
দক্ষিণেশ্বরে আজ ভক্তদের ঢোকা বারণ
রাস্তার মোড়ে-মোড়ে দাঁড়িয়ে নো এন্ট্রি বোর্ড
দু'হাত দূরে দূরে রাইফেলধারী কম্যান্ডো
তল্লাশি করা হচ্ছে দুধের বাচ্চাকেও
বড় রকমের কোনও অঘটন ঘটে যাওয়ার পরে
যেমন হয়, ঠিক তেমনই আর কী।
তবে কি আতঙ্কবাদীরা...
ভয়ে-ভয়ে এ দিক ও দিক তাকাই
লাঠি উঁচিয়ে তেড়ে আসে পুলিশ
রাজপথ খাঁ খাঁ
কানের পর্দা ফাটিয়ে ছুটে যায় হুটার
আগে-পিছে সার সার গাড়ি
বড় সফরের এক ফাঁকে উনি আজ ছোট্ট সফরে
দক্ষিণেশ্বরে যাচ্ছেন।