STORYMIRROR

Krishna Banerjee

Abstract Fantasy Others

3  

Krishna Banerjee

Abstract Fantasy Others

ছিন্নবিনা

ছিন্নবিনা

2 mins
177


             সম্পর্কটা আমি ভাঙতে চাইনি সোনা …..,

     ভাঙতে বাধা হয়েছি । 

             তোমার কাছে আমি আজ ভীরু , কাপুরুষ।

    জানি খুব রাগ হচ্ছে তোমার ।

             বিশ্বাস করো আমি নিরুপায় , দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে , দিশাহীন এক পথিক ।

              শিক্ষিত বেকারের যে কি জ্বালা …….

থাক ও কথা তোমাকে বলে লাভ নেই …….!

              এর জন্য তুমিতো দায়ী নও ।

দায়ী হয়তো আমার দেখা স্বপ্নগুলো ,

              ভেবেছিলাম অনেকতো পড়াশুনা হলো

আবার একটা চাকরি নিয়ে সেটেল হয়ে যাবো।

              হাজার চল্লিশ স্যালারি হলেই গুছিয়ে নেবো সবটাই ।

              বিশাল বিশাল ডিগ্রির পাহাড়নিয়ে ……

এই দরজা সেই দরজা , কত জুতোর সোল ছিড়ল ,

অথচ চাকরি জুটলোনা , অবশেষে একটা তকমানিয়ে 

ঠিকানা পাড়ার চায়ের দোকানটা , আজও সেখানে গিয়ে খাবারের কাগজের পাতা উল্টে চাকরি খুঁজি ।

              সরকারি চাকরির পরীক্ষা দিয়ে কলেজের ফিসের তিন গুন টাকা উড়িয়েছি ।

               প্যানেল এসেছে নাম আসেনি একবারও।

বাবা , মায়ের মুখের দিকে তাকালেই বুকটা ধারাস করে ওঠে , কি বলবো কিছুই বুঝতে পারিনা ।

          কয়েকটা টাকা হাতে গুঁজে দিয়ে বাবা বালেন—

ভেঙে পড়লে হবে আমিতো এখন আছি ।

          মনে মনে যেমন হাসি পায় , তেমন চোখ দুটো জলে টল টল করে ওঠে , নিজেকে সামলে নেই।

          বাবা বলেন আজ নয়তো কাল ব্যাবস্থা একটা হয়েই যাবে , এতো ভেঙে পড়বার কি আছে ? 

         আমিতো জেসনি ভিতরদিয়ে আমি ভেঙে চুরমার হয়ে গিয়েছি । আমি এমন একটা ছিন্নবিনা আজ যে বিনার ছেড়া তারে সুর কোনোদিনও উঠতেই পারেনা ।

   আমি যখন সর্ব হারা কিকরে তোমায় জুড়ি আমার বিনার তারে ? হয়তো তোমারকাছে আমি অপরাধী 

কিন্তু মনের কাছে আমি পবিত্র , বিশ্বাস কারো সম্পর্কটা আমি আজও ভাঙতে চাইনা কিন্তু পরিস্থিতির কাছে আমি নিরুপায় ।

             আমি পারবোনা আমার এই হেরেজাওয়া জীবনের সাথে তোমাকে জুড়তে , অনেকটা সময় চলে গিয়ছে তার জোড়ার কাজে , এখান যেটা রয়েছে সেটা শুধু শান্তনা ।

              আমি পারবনা তোমাকে মিথ্যা শান্তনা দিতে ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract