ছদ্মবেশী সময়
ছদ্মবেশী সময়
সব বাঁধন গুলো পুড়ে ছাই হচ্ছে
কখনও কোনো কোনো অন্যায় আবদার
বার বার হৃদয়ের দরজায় আঘাত করে,
ঝাঁঝরা করছে –, টুকরো হচ্ছে –,
শিরা উপশিরা ধমনী , ফিনকি দিয়ে বেরুচ্ছে রক্ত।
এখন ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়া হৃদয়ের
টুকরো গুলোকে জড়ো করি
ভাঙ্গা কাঁচের টুকরোর মতো,
দেখি অন্য এক পৃথিবীর আবছা আলো
আশ্চর্য এক জ্যোতিকে জাগিয়ে
তুলছে প্রতিটি টুকরো।
ছদ্মবেশকে ভয় পেয়ে হই এক কঠিন বর্ম।
