ছায়াশরীর
ছায়াশরীর


আর বড়জোর দু একটা দিন আমি হাঁটব
হেঁটে চলব ঝুল বারান্দা ছুঁয়ে অজানা সমঝোতার দিকে
হেঁটে চলব সেই ঠিকানায় যেখানে কখনো কোনো নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা করে নি
কেউ এদিকে সচল চৌকাঠ আর আমার বুকের মধ্যে দুরত্ব কমছে প্রতিদিন যারা ফিরে আসার,
তারা আসে যারা নিভে যাওয়ার, তারা মৌমাছির চোখে সাজিয়ে রাখে ঘামের বিকার
তাতে মোমবাতি জ্বলুক আর নাই জ্বলুক, আমায় এগিয়ে যেতে হলে রাস্তা খুঁজতে হয় না কখনও
আর বড়জোর দু একদিন আমি হাঁটব আমার হাঁটার ওপর নিষেধাজ্ঞা জারী হয় নি
সকলের মতো ঘুম আসছেনা, না আসুক চোখ বুজছেনা, না বুজুক
তবু অন্ধকার ঘরে এখনো নিজেকে পুড়িয়ে ফেলতে জানি একমাত্র আমিই
আমি হাঁটছি, হাঁটছি , যমজ ছায়ারা আমার কাছে চিরাচরিত চেয়ে নিচ্ছে ফিরে যাবার মত একটা গোপন শরীর