চেতন স্হাপত্য
চেতন স্হাপত্য


ঐ যে দূরে দেখা যায়—
মন্দিরের চূড়া,বহু পুরাতন।
এই মন্দির দেখেছে কত যুগ,
দেখেছে মহারাজাদের রণ।
প্রাণহীন তবু কত জ্ঞান যেন তার—
দেখেছে কত রাজ্য হতে ছারখার।
কি অপরূপ কারুকার্য তার বুকে,
দাঁড়িয়ে আছে সে, বহু দৈব-দুর্বিপাক রুখে।
খসে পড়েছে তার বহু অঙ্গ,
তবু সে হয়নি আজও ভঙ্গ।
আজও সে দাঁড়িয়ে আছে,
বহু পুরাতন স্মৃতি ধরে—
কোন্ এক রাজা যেন
ছিল তাকে গড়ে!