চৈত্রে লেখা কবিতা
চৈত্রে লেখা কবিতা


(1)
বনবাস একদিন যেতে হয় |
মরুপথে একা একা হেঁটে যাওয়া যায় |
যাযাবর মানবের আর এক নাম | আবহমান |
হেমন্তের ঝরা পাতা দলবেঁধে পরলোকে যায় |
রাজদম্ভে ক্ষয়ে ক্ষয়ে নোনা লেগে যায় |
পতনের দাগ লেগে যায় ক্ষত্রিয় গরিমায় | নক্ষত্রপতন|
চৈত্রের রোদে ভেজা কোকিলের ক্লান্ত ডানা পেঁপে গাছে ছায়া ফেলে যায় |
ভুল করা মানবজীবন |
(2)
চৈত্র রৌদ্রে ভেজা আলুর পাঁপড়
ক্লান্ত কোকিলের ডানায় লেগে থাকা শিমূল তুলো
বসন্ত এসে গেছে বাড়ির দেওয়ালে দেওয়ালে |
আলস্য ভরা দুপুরে পায়রার দল খুঁটে খায় সরিষা দানা |
আম্রমুকুলের সুবাসে খড়ের ছায়ায় শুয়ে আছে পাড়া পাড়া ঘোরা ভোডা |
(3)
নিথর বসন্তের সাদা হাঁস
জানি না কবে ঝরে গেছে পালকের মতো
ক্ষয়ে যাওয়া শিমূল
কিংবা CIBIL score র মতো |
Traffic jam আটকে আছে আমার স্বপ্ন
আঁচলের টান,কোকিলের আহ্বান,মন আনচান।