STORYMIRROR

Orpita Oyshorjo

Fantasy Others

3  

Orpita Oyshorjo

Fantasy Others

চায়ের নিমন্ত্রণ

চায়ের নিমন্ত্রণ

1 min
2.0K

কোন এক শীতের সকালে 

এককাপ চায়ের নিমন্ত্রণ রইলো, 

আসবে তো তুমি?

কোনো এক অবসর সকালে 

কনকনে শীতে কুয়াশা আচ্ছন্ন সকালে  

তুমি আমি মুখোমুখি বসবো 

চা খেতে খেতে অনেক গল্প করবো  

নিঃশব্দ বেলা অবেলায় 

গিটারের শব্দের ঝংকার তুলে 

চুমুক দিবো চায়ে কাপে ।

তুমি তোমার কন্ঠে আমাকে গান শুনাবে 

আমি চোখ বন্ধ করে কল্পনায় ডুবে যাবো 

ব্যস্ততার শহরে হাজার মানুষের ভিড়ে 

যদি আমার কথা তোমার খুব মনে পড়ে , 

যদি খুব ক্লান্ত লাগে নিজেকে,

যদি পৃথিবীর সব আইন ভেঙে আমার সাথে কথা বলতে ইচ্ছে করে, 

যদি আমাকে দেখার জন্য তোমার মন ছটফট করে 

তবে শ্যামল ছায়া ঘেরা সবুজ পাহাড়ে এসো

সব ক্লান্তি দূর করে আমার পাশে বসো

আসবে তো আমার নীড়ে??

এমনি তো বহুদূরে তোমার বসবাস 

চাইলেই কি পারি সব সময় তোমাকে দেখতে

তাই তো আমি কারণে অকারণে বাহানা বানাই 

যদি তোমার একটু দেখা পাই 

এককাপ চায়ের নিমন্ত্রণ রইলো তাই!

 


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy