STORYMIRROR

Prosenjit Chattterji

Drama

3  

Prosenjit Chattterji

Drama

চাঁদ উঠেছে আকাশে

চাঁদ উঠেছে আকাশে

1 min
2K


শৈশবের চাঁদ মামা,

যৌবনে হলো প্রেয়সীর মুখ,

ধরাছোঁয়া যায় নাকো,

এ জীবন এক অলীক সুখ।


কল্পলোকের চাঁদে,

সবার আপন আপন গল্প,

মিথ্যে তাতে অনেক,

সত্য বিরল ও বড়ই অল্প।


চাঁদেরও কলঙ্ক আছে,

তাই যোগীণী একমনে কাঁদে।

তার হৃদয় আকাশমাঝে,

যেন কালিমা না থাকে সে চাঁদে।


Rate this content
Log in

Similar bengali poem from Drama