বর্তমানের প্রতিকার
বর্তমানের প্রতিকার

1 min

499
হায়! সমাজের বৈধ শৈলী বুঝি আজ নিঃশ্চিহ্ন
বোমার আঘাতে দেহ প্রান হীন
কত রক্তের চিহ্ন।
আমার হৃদয়ে আঘাত হানে,
বোমা ফাটিয়ে ওরা নিজেদের অস্তিত্বকে
করে প্রকাশ।
ধরিত্রীকে দূষিত করা ওদের প্রচেষ্টা
মদের নেশায় মেতে উঠে
ওরা পৈশাচিক লীলায়।
তাইতো আজিকে মুক্ত কণ্ঠে দিয়ে যাই ডাক
নতুন করে গড়ো সংগঠন
সঁপে দাও দেহ প্রান মন।
বহু রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
ওই দুষ্কৃতকারীদের হাতে হবে কলঙ্কিত?
দেশকে এত অবমাননা---
বন্ধু, দেখে কি সহ্য হয়-
দুর্জয় শক্তি বাহুতে ধারন করে এগিয়ে চলো
পাছে জনতার অভয়।