বর্তমান প্রেম
বর্তমান প্রেম
তুইতো আমার প্রাণ পাখি ,
তুইযে আমার হিয়া ।
তুইযে আমার মনের টিয়ে ,
তুইযে আমার প্রিয়া ।
তোকে নিয়েই গাড়ের মাঠে বাদাম ভাজা খাবো,
তোর সাথেতেই সারা জীবন হাত মিলিয়ে রাবো ।
যখন মরা কলেজে পড়ি এসব কথাই বলি
কলেজ শেষে ঘুরে বেড়াই শহর তালির গোলি ।
দিনের শেষে ক্লান্ত দেহে যখন ঘরে ফিরে ,
ফোনের ফ্রেমে তোর নামেতেই সবথেকে বেশি ডোরি।
ফোন ধরলেই প্রশ্ন তোমার চাকরিটা কি পেলে ?
চাকরিকিয়ার হাতের মোয়া হাটবাড়ালেই মেলে ।
তার পরেতেই গানের শুরু , বাপ - মায়েরই নামে ,
বেখছে ছেলে দেবে বিয়ে বয়স যাচ্ছে বেড়ে ।
একটু যদি সময় মঙ্গি , দাঁতখিঁচিয়ে বলে…….
আর কত সময় দেবো, আহে ধেড়ে ছেলে ।
মুরাদ যখন ছিলো নাতোর করলি কেন প্রেম ,
আমার সাথেই খেলে গালি ঠান্ডা মাথার গেম ।
সব গামটাই খেলবে তুমি আমার ঘরে রেখে ,
বাপ - মায়ের দেখা পাত্রে বার মল্লো দেবে ।
সুখী হলে বলবেনা আর আমার সাথে কথা,
একটু এদিক ওদিক হলে তখন আমার মাথায় ব্যাথা।
আবার তুমি ফোনটা করে বলবে আনায় টেরে,
তোর জন্য জাত বিপদ আমার জীবন জুড়ে ।
আজ কালকের প্রেমের বন্ধু এটাই হোল ধারা ,
শিক্ষিত বেকার হয়ে আমরা সর্ব হারা ।

