Best summer trip for children is with a good book! Click & use coupon code SUMM100 for Rs.100 off on StoryMirror children books.
Best summer trip for children is with a good book! Click & use coupon code SUMM100 for Rs.100 off on StoryMirror children books.

Sucharita Das

Romance Others


3  

Sucharita Das

Romance Others


বৃষ্টিস্নাত রজনীগন্ধা

বৃষ্টিস্নাত রজনীগন্ধা

1 min 98 1 min 98

 বৃষ্টিস্নাত রজনীগন্ধা,

আমার সবসময়ের দুর্বলতা।

সাদা ফুলগুলো বৃষ্টির জলে নিজেকে

ভেজাতো মন ভরিয়ে,

আর তার সঙ্গে

বৃষ্টিস্নাত রজনীগন্ধার 

মিষ্টি মধুর সুবাসে ভরে যেত, 

আমার হৃদয়ের সমস্ত অলিগলি।

ঘরে এনে সাজিয়ে রাখতাম কখনও,

শখ করে ফুলদানির বুকে।

কেন জানিনা মনটা কেমন করে উঠতো অজানা ভালো লাগার 

এক অপার্থিব সুখে।

ভরে উঠতো মনপ্রাণ।

 অজানা সেই ভালো লাগাকে

 আকুলভাবে করতাম আহ্বান।

নিজেকে নতুন করে চিনতাম আমি।

রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা--

সব ভুলে এ এক অন্য আমি।

কেউ জানতে পারতো না,

বৃষ্টিস্নাত রজনীগন্ধার গোপন কান্না,

আর আমার অভিমানী চোখের জল

মিলেমিশে একাকার হয়ে সৃষ্টি করতো

মনখারাপের বন্যা।

কেউ বুঝতে পারতো না,

মনকেমনের সঙ্গী শুধু আমরা দুজন,

আমি আর আমার বৃষ্টিস্নাত রজনীগন্ধা।

যে আমার প্রয়োজন না শুধুই প্রিয়জন।Rate this content
Log in

More bengali poem from Sucharita Das

Similar bengali poem from Romance