বৃষ্টির দিনকবিতা রক্ষিত
বৃষ্টির দিনকবিতা রক্ষিত
জল পড়ে
পাতা নড়ে।
পাখীরা সব
কলরব করে।
বৃষ্টি এলো
ফুটবল খেলো।
ছেলেরা সব
মাঠে গেলো।
খরার পরে
বৃষ্টি ঝরে।
গঙ্গায় সব
ইলিশ ধরে।
পেখম তুলে
সব কিছু ভুলে।
ময়ূরী নয়
ফেলো না গুলে।
--------------
