STORYMIRROR

Mausumi Pramanik

Fantasy

3  

Mausumi Pramanik

Fantasy

বৃষ্টিকে কখনো ঝরতে দেখেছো…

বৃষ্টিকে কখনো ঝরতে দেখেছো…

1 min
32.3K


বৃষ্টিকে কখনো ঝরতে দেখেছো?

শুকনো মাটি ভিজিয়ে দিয়ে যায়

মরে যাওয়া বেরঙা পাতায়

করে প্রাণের সঞ্চার

ফুল ফোটায় আর ফল ধরায়

 

সবুজ গাছও কথা বলে,

তবে নিজের ভাষায়,

শাখা-প্রশাখা মেলে ধরে

ভালবাসার অালিঙ্গনে

নতুন অতিথিকে স্বাগত জানায়।

 

যাবার আগে তাই বৃষ্টি বলে যায়

আসব ফিরে, ডেকো নাম ধরে,

মাত্র একটা তো বছর,

দেখো, কিভাবে নিমেষে কেটে যায়।

 

তুমিও তো পারো বৃষ্টি হতে...

তুমিও তো পারো প্রাণ ঢালতে

রক্তক্ষরন হতে থাকা মনটায়

প্রেম দিয়ে, ভালবাসা দিয়ে

দিয়েছো কখনো??

 

আদর করেছো, প্রেম দাওনি

দুবাহুতে আবিষ্ট করেছো, ভরসা দাওনি,

এসেছো যতবার

ফিরেও গিয়েছো ততবার

শূন্যতায় ভরে দিয়ে গিয়েছো

ভেবেছো.........

কিইবা আসে যায়??

 

শরীরের তাপ নিয়েছো,

হয়তো একটু বেশীই দিয়েছো,

তাতে পাথর মন তোমার গলেনি,

আমার ক্ষতস্থানে প্রলেপও পড়েনি,

শুস্ক মন, বিধ্বস্ত হৃদয়ের সম্মেলনে,

প্রেম-বিপ্লব রচিত হয়

শুনেছো কখনো??

#মূল্যবান প্রেম#


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy