বর্ণালী
বর্ণালী
বর্ণালী
মানিক চন্দ্র গোস্বামী
আজ খেলবো হোলি, আবির গুলাল মাখবো শরীরময়,
বসন্তের এই পূর্ণিমাতে রঙের জোছনায়।
তোমরা পেয়ো না ভয়,
ফাগের হাওয়ার সুগন্ধে আজ দিবস মোহময়।
খুশির হউক জয়।
আজ হোলির দিনে রঙিন মুখে আঁকবো আল্পনা,
রামধনুরই সাতটি রঙের অপরূপ বর্ণনা।
বাতাস আমোদে বয়,
মেঘের কণা নীল আকাশে হয়েছে বর্ণময়।
সৃষ্টির হলো জয়।
কৃষ্ণচূড়া, পলাশ মিলে প্রকৃতির আনে শোভা,
শাখায় শাখায় নবীন পাতায় তারুণ্যেরই প্রভা।
রঙের প্রকাশ ছন্দময়,
বসন্তের এই দখিন দুয়ারে আবেগ ভাবনাময়।
নিখিলের হলো জয়।
