বন্দীনি
বন্দীনি
মনের খাঁচায় বন্দী
করে ছিলাম আমি যারে,
সে পাখি আজ উড়িয়া গেছে
অন্য খাঁচার তরে!
অন্তর আজ ঢেকেছে তাই
বিষন্নতার চাদরে।
আমার ভালোবাসা দিয়ে গড়া
খাঁচা ভেঙ্গে গেছে তীব্র ঝড়ের দাপটে,
মুক্ত হয়েছে সে...পাখি,
ছিন্ন করেছে বন্ধন বেড়ি
যা ছিল মনের সাথে জড়িয়ে।
আমার মন পাখি তবুও নিতে
পারেনি বন্ধন থেকে মুক্তি,
অনুভূতির খাঁচায় নিজেকে
করেছে বন্দী,
কষ্ট আর আবেগকে আলিঙ্গন
বদ্ধ করে রঙিন স্মৃতির সাথে
করেছে অকারণ সন্ধি।
মুক্ত হওয়া বুঝি নয়কো
অত সহজ!
তাই বারবার মিছে বন্ধনের
মায়ায় জড়িয়ে পড়া,
প্রান পাখি থাকে দেহ খাঁচায় বন্দী
মন পাখি ভালোবাসার
খাঁচায় দেয় ধরা।

