বন্দি সমাজ
বন্দি সমাজ
শিকলে বাঁধা সাহস মোদের -
বিবেক গিয়েছে চড়তে ,
রাজার অপরাধ ধরা পড়লে -
আটকে যায় কড়ির শর্তে ।
ও ভুল তো ভুল নয় -
পকেট হবে যে পূর্ণ ,
বিচারালয়ে বসে আছেন -
মানুষ গণ্যমান্য ।
নীচু করে মাথা ঘুরছে সবে -
যুবকদের হয়েছে সূর্যোদয় ,
হাত পেতে নিচ্ছে ভিক্ষা সমাজ-
আর মেনে নিচ্ছে পরাজয় ।
