STORYMIRROR

Prosenjit Chattterji

Abstract

3  

Prosenjit Chattterji

Abstract

বন্ধু

বন্ধু

1 min
3.4K


আকাশকুসুম ফুটলে পরে,

তুমি খুঁজবে কি আর কারণ I

যখন সুবাস পাবে ফুলের,

তুমি শুনবে কি আর বারণ I


তাইতো তুমি উড়বে বলে,

সবার সাথে দিই হাততালি I

সূর্য্য দেখেও বিমোহিত হই,

বলি চাঁদ উঠেছে একফালি I


যখন আকাশকুসুম ঝরবে,

সময় হবে বিষম শোকের I

তখন তোমার মন ভোলাব,

আমি গল্প বলে কল্পলোকেরI


Rate this content
Log in

Similar bengali poem from Abstract