STORYMIRROR

Debashis Roy

Fantasy

2  

Debashis Roy

Fantasy

বন্ধু

বন্ধু

1 min
894


বন্ধু সেই-----

ধর্মে-কর্মে, বিশ্বাসে

কোথাও থাকবে না বিন্দুমাত্র ছিদ্র,

নিশ্ছিদ্র নিরাপত্তা ভেঙে

কোন পথে ঢুকল কালনাগিনী!

ফণা তুলে মারল ছোবল 

তীব্র বিষে লখাই নিথর নীলাভ!


আজ আর পুণ্যবতী বেহুলা নেই

গাঙুরের মতো পুণ্যশীলা তরঙ্গিণীও নেই

ভেলা আর ভাসে না নদীতে!

নেতা ধোপানীর মতো বিশ্বস্ত উপকারী কোনো 'বন্ধু' নেই

যে বন্ধু চলে সত্যের সাথে

দেখিয়ে দেয় স্বর্গপথ!

অসহায়া শ্যামলী মায়ের শ্যামল ছেলে

নিস্তব্ধ, নিথর একেবারে নির্বাক...     


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy