বন্ধু চল
বন্ধু চল


চল বন্ধু তোর সাথে আজ
যুগের রাস্তা ধরি ,
ছন্নছাড়া টুকরো স্মৃতি
বন্ধ মুঠোয় ভরি l
বন্ধু চল , আজ হাত বাড়িয়ে
সুখ ধরি মন খুলে ,
তোর সাথে হোক চলার শুরু
একলা হাঁটা ভুলে l
প্রেম নিবেদন , মন ভোলানো
জানিনা কাকে বলে ,
আমার কাছে তুই সত্যি
দুই মন এক হলে l
চল বন্ধু আজ থেকে তোকে
প্রেম বলে আমি ডাকি ,
কান্না হাসির অঙ্গীকারে
শুধু দুজনের হয়ে থাকি ll