বন্ধু আমার
বন্ধু আমার


বন্ধু আমার আলতো কথায়
গল্প বানায় কলেজস্ট্রীটের ,
লেন্সের গায়ে আলোর আদর
ছুটছে গোটা পৃথিবীতে ।
বন্ধু আমার ডাকটিকিট
শীতের বুকে খোলামকুচি ,
কলেজফেরত খাচ্ছি মটর
আর যা ইচ্ছে যেমন খুশি ।
বন্ধু যেন কিবোর্ড মাখা
লিখছে পাতায় জীবন গান
গল্পকারের ছদ্মনামে
উঁকি দেওয়া কত অভিমান ।
বন্ধু শোন , তোর জন্য
একটা আকাশ এঁকেছি ,
বন্ধু শুধুই তোর জন্য
একটা গোটা পাহাড় এনেছি ।