বন্ধন
বন্ধন


এখন তো দেখছি নিউক্লিয়াসে ও
ধরেছে ভাঙন,
শিথিল অনুর টান --
পিতার ঠিকানা বৃদ্ধাশ্রম
আর, পুত্রের বিদেশ ধাম !!
বন্ধন একটা বৃদ্ধাশ্রমের নাম,
নাড়ির বন্ধন ছেঁড়া বৃদ্ধদের
অন্তিম ঠিকানা---
নিখিলেশ সান্যাল, নতুন অতিথি-
ছেলের হাত শক্ত করে ধরে আছেন
অপার বিস্ময়ে !
ঐ বৃদ্ধাশ্রমের গেটের সামনে ।
জিজ্ঞাসা সব বোবা হয়ে গেছে
তাঁর, ঝাপসা স্মৃতির অন্দরে ।
ত্রিশ বছর আগে
একদিন জোর করে,
খোকা কে রেখে এসেছিলেন ইস্কুলে,
বাড়ি ফিরে এসে, অভিমানে খোকা
বলেনি কথা বাবার সাথে ---
সেই খোকা আজ মস্ত চাকুরে ।
ঝাপসা হয়ে এলো বৃদ্ধ দুই চোখ,
ভিজলো না জলে
যেমন ভিজিয়ে ছিলো
সেদিন, ছোট্ট খোকা ইস্কুলে !!
শুধু আকাশের পানে চেয়ে
খুজে দেখলেন
খোকার মাকে ---
বল্লেন আপন মনে,
ভাগ্যিস,
আজ তুমি নেই সাথে ।।