STORYMIRROR

Manik Goswami

Abstract Others

3  

Manik Goswami

Abstract Others

বন্ধন

বন্ধন

1 min
143


বধুর বেশে যেদিন তুমি এলে আমার ঘরে,

ভরিয়ে দিয়ে আপ্যায়নে নিলাম আপন করে।

বাড়লো মোদের প্রেমানুরাগ, বাড়লো ভালোবাসা,

মনের মিলে একে অন্যের কাছাকাছি আসা।

মুখপানে চেয়ে আমার হৃদয় অনুরাগে যায় ভরে,

চোখের চাহনি হৃদয় গভীরে আবেশ সৃষ্টি করে।

আমার কাছে তোমার রূপের তুলনা তুমি নিজে,

ব্যবহার আর সহযোগিতায় সবাই রইলো পিছে।

অনেক সুখের দিন কেটেছে তোমায় সাথে পেয়ে,

পেরিয়ে গেছে তিরিশ বছর সময়ের সিঁড়ি বেয়ে।

যৌবনেরই দিন গুলিকে সাজিয়েছো মনোমত,

তোমার আমার খুশির স্রোতটি বয়েছিল অবিরত।

আজ আমরা বৃদ্ধ হয়েছি, সন্ধ্যা নেমেছে দিনে,

উষার আলোক স্তিমিত হলেও গোধূলি চমক আনে।

বাহ্যিক রূপ গরিমা হারালেও হৃদয় আগের মতো,

শান্ত, কোমল, নম্র স্বভাবে সুখী সংসার ব্রত।

বৃদ্ধ বয়সে মনের মাঝে এখনও গর্ব হয়,

তোমার মতো সহধর্মিণী, যেন সকল ঘরেই হয়। 

জীবনের শেষে অতীত খুঁজলে অনুভূতিটুকু হয়,

দিতে তো তোমায় পারিনি কিছুই তথাপি অরুনোদয়।

প্রার্থনা করি অটুট থাকুক বন্ধন চিরদিন,

আমার আকাশে এই ধ্রুবতারা হবে না কদাপি মলিন।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract