বিষ্ফোরণ
বিষ্ফোরণ




সাত সকালে কিসের আওয়াজ?
কেঁপে উঠল চতুর্দিক,
মনে হচ্ছে ফাটলো বোমা--
ছোট্ট নয় গো,মস্ত ঠিক।
এসব এখন নিত্যকারের--
হেথায় সেথায় চলছে খুব,
ক্ষয়ক্ষতি যা হবার হলো;
দুষ্টু লোকে দিলো ডুব।
বাচ্চা ছেলে বোঝে না কিছুই,
মিষ্টি কিনতে গেল সাধে--
মায়ের হাতটি ধরাই ছিলো ,
তবুও বোমা আসলো ধে।
দেশের ক্ষতি করছো যারা--
ভেবে দেখো একটি বারে,
যা কিছু আজ নষ্ট হলো--
পারবে কি তা দিতে গড়ে?
বিজ্ঞানকে কাজে লাগাও--
জনগনের উন্নয়নে,
দেশের দশের হবে শুভ,
চিরকালই থাকবে মনে!!