বিসর্জন
বিসর্জন


দুপুর নির্জনে এসে দু’চোখ বেঁধে ঘুম-পাহায়ায়
চলে যায় আর এক অন্য ঘর-সংসারের নিরালায়।
ডানা ছেঁড়া পাখি উঠোনে দাঁড়িয়ে
খুঁজে বেড়ায়
একাধিক আকাশ দীর্ঘ-ছায়ার
মেঘের ঘরে ঘরে বৃষ্টির জোয়ার
গাছের দুঃখগুলো কেমন করে থাকে অরণ্য হাওয়ায়
সাগরের গভীরে নদীর শিরা উপশিরা অনন্য চাওয়ায়।
চলিষ্ণু জীবন
কাঙাল যাপন
আগুনের ভেতর অলৌকিক স্নিগ্ধজ্যোতি আছে জেনে
কতটা ভালোবাসা বিরহ মৃগ ত্রস্ত পায়ে শিকল টেনে
কতটা বিসর্জন জলের তলায় মাটির গন্ধ নিমগ্ন মেনে
আকাশ-নদী-কুঞ্জবন-পৃথিবী
হৃদয়-ভরা বসবাস চিরজীবী।