STORYMIRROR

Nityananda Banerjee

Fantasy Inspirational

3  

Nityananda Banerjee

Fantasy Inspirational

বিশ্ববঙ্গ

বিশ্ববঙ্গ

1 min
206

সন্ধ্যে হতেই স্তব্ধ হ'ল পাড়া ;

টিমটিম জ্বলে বিজলীবাতির স্তম্ভ,

বিরোধীরা আজ ক'মাস গ্রামছাড়া ;

কমেনি ফোঁটাও বন্ধুজনের দম্ভ।

চাঁদ উঠেছে বাঁশবাগানের ফাঁকে ;

বিহ্বল আলো জোনাকপোকার গায়,

সাড়া দিতে হয় টিকটিকিদের ডাকে ;

এটাই যেন তাদের বিষম দায় ।

চৈত্র শেষে পাতকুয়োটায় জল ;

শুকিয়ে গিয়ে কাদাবালি ওঠে,

থেমে গেছে নদীটির কল্লোল ;

বালি খুঁড়েও জল আসে না মোটে।

জষ্টিমাসে আম কাঁঠালে বেলে ;

ঠোঁট ঠেকিয়ে স্বাদগ্রহনে কাক,

আদুল গায়ে সিগনিচোষা ছেলে ;

ওদের কথা বলব নাকো ; থাক !

ঠাকুর ঘরে বন্ধ সন্ধ্যারতি ;

রোজ জ্বলে সাঁঝবেলাতে দীপ,

কেউ জানে না কবে কার দুর্গতি;

আসবে তেড়ে ; ভয়ে বুক ঢিপঢিপ।

বাঁশের আগুড় গুল্মলতার বেড়া ;

খড়ের চালে সাপেদের আস্তানা,

ভাগশেষ রয় আস্ত কাঁথা ছেঁড়া ;

মিয়োনো মুড়ি আর খাস্তা না ।

পায়নি যারা লক্ষ্মীর ভাণ্ডার ;

স্বাস্থ্যসাথী জীবন বীমার কার্ড,

তারাই আজকে গাঁয়ের কাণ্ডার ;

গাছের শাখে জ্যান্ত হামিং বার্ড ।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy