STORYMIRROR

Dola Bhattacharyya

Romance Fantasy

2  

Dola Bhattacharyya

Romance Fantasy

বিরহের গোপন কথা

বিরহের গোপন কথা

1 min
132


আজ কাজল মেঘে আকাশ আছে ছেয়ে। 

সবুজ মাটির প্রান্তে, 

নীলাম্বরির আঁচলখানি দুলিয়ে গেল 

কে যেন এক মেয়ে। 

দীঘল চোখে সজল আকাশ দেখল কেবল চেয়ে। 

আঁখির পাতে তার, 

কখন যেন জমে ওঠে একটি ফোঁটা জল, 

বিরহের পদ্মপাতায় করছে সে টলমল। 

কার যেন সেই সজল চাওয়া 

স্বপ্নে করে আসা যাওয়া 

তারই লাগি বিরহিনীর অশ্রু টলমল।


Rate this content
Log in

Similar bengali poem from Romance