বিরহ
বিরহ


ফোটাত গোলাপ তোমার দু’হাত
আলাপের বন্ধনে ।
ঝরাত গোলাপ তোমার দু’হাত
বিলাপের ক্রন্দনে ।
এখন তোমার প্রসন্ন মুখ
এখন আমার বিপণ্ণ সুখ
পড়ছে মনে ।
এখন তোমার অনন্য বেলা
এখন আমার উচ্ছন্ন খেলা
পড়ছে মনে ।
ছাদের প্রাচীরে ঝুলছে তোমার সারি সারি হলুদ লাল শাড়ি
সূর্যোদয় সূর্যাস্তের অবসরে জ্বলছে আমার সমস্ত ঘর বাড়ি ।