STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Fantasy Others

3  

Ratnadeep Pramanik

Abstract Fantasy Others

বিরহ বুকে, কবি

বিরহ বুকে, কবি

1 min
268

কবিতাখানি, হারিয়ে যাবে অন্তিমে, কবি জানে!

সময়ের মধ্যে দিয়ে পথ খুঁজে, হৃদয় ঘেঁষে, হৃদয় ভেঙে,

একদিন, কবিতার সাথে কবি নিজেও, তলিয়ে যাবে সৈকতে!

সর্বশান্ত হবে, সবই, ব্রহ্মপুত্র বুকে! ছবি আঁকতে অক্ষম, কবি আজও!

পারেনি বলতে, কাউকে তোমার কথা; জিজ্ঞেসও করেনি কেউ!

খুঁজেছে অজস্র গল্প তোমার মধ্যে; হারিয়ে নিজেকে, আবার, নিয়েছে চিনে!

নদী তো নিয়ে যাবে, সবই, নিয়ে যায়ও তো, সবশেষে অতল সাগরে|

মনের সমস্ত, সব কথা হৃদয়ের, ধুয়ে মিশে যাবে, ব্রহ্মপুত্র বুকে;

বুক থেকে বুকে, সকল অনুভূতি, পাঁজর ভেদ করে সমুদ্র সৈকতে,

হারিয়ে যাবে, যেভাবে যায়; অবশেষে, কবিতা শেষে! পড়ে থাকে,

প্রাচীন চিতা মহাকাশে, দোলনায় দোলে নবীন বসন্ত!

দৃষ্টি জেগে থাকে, চিরতরে; কারণ, ভ্রমর আসেনা ঘরে!

জোনাকিদের ভিড়ে প্রজাপতিরা ছটফট করে! কবিতা শেষে,

কথা দেয় কবি, ছবি আঁকতে সক্ষম হলে, কবিতার মতোই,

মিশে যাবে কবি, সৈকতের অন্তিম-আড়ালে; বিরহে, ব্রহ্মপুত্র বুকে!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract