Gopa Ghosh

Fantasy

5.0  

Gopa Ghosh

Fantasy

বিল্টু বাবু

বিল্টু বাবু

1 min
367


বিল্টু বাবু দুষ্টু বড়ো

আমার ছোটো ভাই

দুষ্টুমি আর খাওয়া ছাড়া

আর কোনো কাজ ই নাই।

পড়াশুনার জন্য খায়

রোজ মায়ের হাতে মার

তবুও সে দাপিয়ে বেড়ায়

কোনো ভ্রুক্ষেপ নেই তার।

সেদিন রাতে বাবার চিৎকার

"কোথায় গেলো টাকা

রেখেছিলাম কালকে আমি

এখানে কুড়ি টাকা"

সন্দেহটা সবার ওপর

শুধু বিল্টু বাবুর ছাড়

বাবার মতে ছোটো ছেলের

আবার টাকার কি দরকার।

পরের দিনে দেখলো বাবা

একটা পেষ্ট্রি আছে রাখা

তার ওপরে চিরকুটে তে

"সরি বাবা" লেখা।

আজ যে বাবার জন্মদিন

ভুলে গেলেও সবাই

ভোলেনি তা বিল্টু বাবু

আমার ছোট্ট ভাই

বাবার মৃদু হাসি আর

মায়ের মৃদু ধমক

বড়ো দাদা বললো আবার

সত্যি বিল্টু দিলো চমক।


Rate this content
Log in