বিকৃত লিপ্সা
বিকৃত লিপ্সা
বিকৃত লিপ্সা
মানিক চন্দ্র গোস্বামী
চারিদিকে ভয়ঙ্কর শ্বাপদের ভিড়,
হায়েনা, নেকড়ের হিংস্র মুখ,
শিকারির লালসায় আগুনের তীর,
কেড়েছে শিকারের বেঁচে থাকার সুখ।
নখ, দাঁত প্রকাশ করে,
হিংস্রতার আস্ফালনে উদ্দাম মেতে,
জানিয়ে দিয়েছে খাবে ছিঁড়ে,
অত্যাচারের প্রদর্শন হবে নিশি রাতে।
আশেপাশে উৎসাহী ভেড়াদের ভিড়ে,
চোখেমুখে শীতল নীরবতা,
ভয়ে, ভাবনায় মনুষ্যত্ব ছেড়ে,
নির্বাক চাহনিতে উদ্বেগি অস্থিরতা।
খাওয়া হলে এঁটো পাতা ছুড়ে দেয় ফেলে,
ক্রূরতার নিদর্শন ভস্মীভূত আগুন শিখায়,
খুবলে খাওয়া নগ্ন শরীর ভেসে ওঠে জলে,
শেষ হয় নিরপরাধ প্রাণ, বিকৃত যৌন ক্ষুধায়।
কলঙ্ক শরীরে মেখে বেঁচে থাকার ফল,
কটু কথা, দোষারোপে নিপীড়িত শ্লাঘা,
আত্মগ্লানির প্ররোচনায় খোঁজে মাটির তল,
সারাজীবন মলম মেখেও শুষ্ক হয় না ঘা।
