STORYMIRROR

Siddhartha Singha

Abstract

1  

Siddhartha Singha

Abstract

বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি

1 min
702

আমার একজন প্রেমিকা চাই। 

না না, মন থেকে করতে হবে না 

প্রেমের ভান করলেই চলবে 

মাইনে তিরিশ হাজার। 

দেখতে-শুনতে ভাল হলে 

আরও একটু বাড়ানো যেতেই পারে। 


আমার একজন প্রেমিকা চাই 

বিবাহিত হলেও ক্ষতি নেই 

তেপ্পান্নটা পুরুষসঙ্গী থাকলেও আপত্তি নেই 

তাদের সঙ্গে দিঘা, মায়াপুর, গড়চুমুক যেতেই পারেন 

যান, কিন্তু প্লিজ আমি যেন জানতে না পারি। 


আমার একজন প্রেমিকা চাই 

মাইনে ছাড়াও প্রসাধনী… 

শাড়িটাড়ি, সালোয়ার কামিজ, প্লাজো, সুন্দর সুন্দর চটি 

সপ্তাহে একদিন স্পা, মাসাজ, ডাক্তারি চেক-আপ 

একদিন অন্তর আপেল, বেদানা, মুসাম্বি 

কাজু, কিসমিস, আচার, কেক 

সপ্তাহে দু'দিন রাজকীয় শপিং মল 

এ ছাড়াও যেতে যেতে কোথাও চোখ আটকে গেলে 

কিনে দেবো সেটাও… 


আমার একজন প্রেমিকা চাই 

না না, মন থেকে করতে হবে না 

প্রেমের ভান করলেই চলবে 

মাইনে তিরিশ হাজার। 


কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? 

প্লিজ, কল মি...


Rate this content
Log in

Similar bengali poem from Abstract