বিধ্বস্ত
বিধ্বস্ত


কোথায় যেন একটা,
চেনা পরিচিত হিসাবগুলো সব
খেই হারিয়ে ফেলছে,
জীবন চাইছে পুনঃসূচনা।
পুরানো চাওয়া-পাওয়া-ভালোলাগা গুলো,
আজ আবার নতুন করে ভালোলাগছে...
কিংকর্তব্যবিমূঢ় জীবন উদ্দীপ্ত হতে চাইছে,
যৌবন-ধারা-রসে।
ন্যায়-অন্যায় ভেদাভেদকে দুরে রেখে,
যায় না কি করা এক নতুন সুত্রপাত?
অনিবার্য সামাজিকতা তো শুধুই
ভালো থাকার কদর্য বাহানা।
সময়ের চক্রব্যুহে পুনরাবর্তনশীল মানবসমাজ
আর তার মাঝে শালীনতা-অশালীনতার ঘেরাটোপে
বিধ্বস্ত এ জীবন।।