বিদায়
বিদায়
তুমি আমাকে হয়ত কিছু বলতে চেয়েছিলে, অন্যরকম কিছু;
আমার জানাই ছিলো অন্যরকম কিছু, কিন্তু অন্যরকম নয়।
তুমি আমাকে তোমার প্রিয় জায়গায় আবাহন
করেছিলে,
হারিয়ে যাওয়া অনুপম ভাবনা ঠেলে শেষবারের মতো তা গ্রহণ করেছিলাম।
হারানোর নিষ্ঠুর সুর যখন তোমার মাঝে খেলা করছিলো,
কঠিন বেদনা সয়ে অনেক কষ্টেও তখনও আমি হেসেছিলাম।
ছিঁড়ে খুঁড়ে অনেক দূরে যখন তোমাকে পরিত্যাগ করে ছুড়ে ফেলে দিচ্ছিলাম,
তুমি কি জানো ; ছিন্ন ভিন্ন হয়েও অভিন্ন কষ্টে আমিও নষ্ট হয়ে যাচ্ছিলাম।
তোমার টোলপড়া হাসিমাখা মুখটা ব্যথায় নীল জমাট হয়ে গিয়েছিলো,
নিভৃতে শুধু বলেছিলে একটা কথা, “আমি কি এখন যাবো?”
জানতাম অন্তিম বারের মতো বলছি, কিন্তু তারপরেও চেয়েছিলাম শেষ না হোক;
অথচ কী নির্লিপ্তের মতো বলেছিলাম, “যাও”।
