বিদায় বসন্ত
বিদায় বসন্ত


সেদিন তুমি বলে গেছিলে আমাকে ,
আমার থেকে আরও ভালো কাউকে পাবে ।
কিন্তু তুমি বুজতে যদি হে প্রিয় ,
কতটা ভালবেসেছি এই আমি তোমাকে ।
আমার ডাইরি ভর্তি কবিতারা ,
খুঁজে চলে নিরন্তর তোমায় ।
আজও এ শহর বাঁচে প্রেমেরই অপেক্ষায় ।
আমি তোমার জন্য প্রতিটারাত কেঁদেছি,
অপেক্ষা করেছি যদি একটি প্রিয়তম সকাল আসে ,
আমি শিশিরের জলে ভিজতে ভিজতে ছুটে যাবো ,
একটিবারও যদি দেখতে পাই তোমাকে ।
আবেগউছাসসিত প্রতিশ্রুতিরা বারবার ফিরে আসে ,
একলা করে দিয়ে চলে যায় আবার !
যেরূপ বসন্তের পরে রুক্ষতা আসে । ।