বিচ্ছেদ
বিচ্ছেদ
লড়াইটা বাড়ি ফেরে অকারণে ঘুম চোখে
বিছানায় ভালোবাসা লজ্জায় মুখ ঢাকে
শান্ত তারাদের ইশারায়।
দুজনের দুটো পথ দুই দিকে এলোমেলো
নিজের সংসার মাঝ রাতে ফিরে পেলো-
অস্থায়ী বালিশের ঠিকানায়।
পরাজয় মেনে নেয় দুজনেই অনুভবে
জয়ের আনন্দ ফিকে খুব উৎসবে
হারিয়েছে ভাষা আর বোবা শহরে
রাজপথ ধরে যাওয়া মানুষের ছায়াছবিটা
চাপা পড়ে মরে যায় অকারণে কত কবিতা
চোখে ঘুম আসে শেষ প্রহরে
চোখ ঢেকে অবিরত করে আছি মাথা নত
চিলেদের উড়ে যাওয়া লুকিয়ে রাখি কত
ফিরে আসা স্মৃতির অঙ্গনে ,
সূর্য ডোবার আলো নিয়নের চোখে জ্বলে
ধার করা আলো এসে প্রাসাদের কথা বলে
চোখে জল আসে একান্ত গোপনে।
