বিচ্ছেদ
বিচ্ছেদ
ভালোবাসার পূর্নতা মিলনে,
গাঁটছড়ার পবিত্র বন্ধনে,
বিচ্ছেদের কষ্ট বেঁচে থাকে
হৃদয়ের প্রত্যেক স্পন্দনে।
ভালোবাসার জোয়ারে ভেসে আসে
আনন্দ আর খুশীর বন্যা,
বিচ্ছদের ভাটার টানে
আবেগ ঘন কষ্টরা হরায় পথ,
পায়না খুঁজে শান্ত মোহনা।
ভালোবাসার সুখে দুচোখ জুড়ে
চলে রঙিন স্বপ্নের বুনন,
বিচ্ছেদ আগুনের উত্তাপ সহ্য করে
বিরহ যন্ত্রণাকে মন করে নিঃশব্দে বরন।
ভালোবাসা নীরবে নিভৃতে একটু
একটু করে নিজেকে করে মন
কাননে বিকশিত,
বিচ্ছেদের তীব্র দহনে পুড়ে
মন আকাশ হয় কালো মেঘে আচ্ছাদিত।
ভালোবাসা গাঁথতে থাকে মালা
তুলে নতুন নতুন সুর, তাল,ছন্দ,
বিচ্ছেদ সৃষ্টি করে এক অনন্য
গল্প কাহিনী যা ভালোবাসা
কে দেয় অমরত্ব।

