বিচার সভা
বিচার সভা
কোনো জঙ্গির
পোষ্টমর্টেম রিপোর্ট
কখনো দেখেছ কি !
দেখলে দেখতে পেতে
হৃদয়ের নিচে তার
বসানো আছে আস্ত একখানা ফ্রিজ।
দুঃখ - শোক - যন্ত্রণা
আর আর্তশিশুর কান্না --
কোনো তরল পৌঁছিবামাত্র
জমে নীল বরফ হয়ে যায়।
তাপমাত্রা যে তার
মাইনাস টোয়েণ্টি ডিগ্রি সেণ্টিগ্রেড।
সামগ্রিক নৃশংসতার বিচারে
হিটলারের নাৎসী বাহিনীও শিশু।
নিউইয়র্ক - লণ্ডন নয়
দ্বিতীয় ন্যুরেমবার্গের বিচারসভা
যেন বসে
বিধ্বস্ত, রক্তাক্ত মুম্বই - এর কোলে।
---------
