বিভাজন
বিভাজন
সামনে সাজানো থালায় রয়েছে ফল, মিষ্টি, দই;
রঙিন ফুলের ঝাঁপি,
উপকরণের সমাহার সাজে পাচক ব্যস্ত রয়
ভোগের অন্ন মাপি |
উপাচারে, মন্ত্রপাঠে, পূজারী মগ্ন পূজায়;
ধূপধুনো, উলুধ্বনি;
চক্ষু মুদিয়া আরাধনা করে, মঙ্গল হিত মানি |
শঙ্খধ্বনির তাল মিলিয়ে বাজছে কাঁসর ঘন্টা,
ভক্তিভরে দেবতারে স্মরে তৃপ্তিতে ভরে মনটা |
পূজা শেষে যে যার মতো প্রসাদ হাতে নিয়ে,
কলতানে মুখরিত,
তৃপ্তি করে চাহিদা মতো ভোগের অন্ন খেয়ে,
ঘরে ফেরার ব্রত |
চাতালের মাঝে থালা বাটি হাতে আশায় রইলি তোরা,
ভোগ প্রসাদ বা পয়সা পাবার বাসনায় মন ভরা |
সবাই ফিরে গেলই চলে দেব মন্দির ছেড়ে,
তোরা রইলি বসে;
আশা-নিরাশার দ্বন্দ্ব ছাড়িয়ে হতাশায় মন ভরে,
চোখেতে অশ্রু ভাসে |
সারাদিনের অপেক্ষা আর ধৈর্য্যের হলো হার,
তোদের ওপর করুণাধারার কণাও এলো না আর |
ভাগ্যে যদি উচ্ছিষ্টের ছিটে ফোঁটাও থাকে
এঁটো পাতার সাথে,
সেখান থেকেই হয়তো তোদের কপালে ছিঁড়বে শিকে
মন ভরে তৃপ্তিতে |
সমাজ মোদের নিষ্ঠূর বড়ো, বিভাজনের প্রথায়;
তোদের রেখেছে চোখের আড়ালে, ভক্তের মন কাদায় |
