ভয়
ভয়


মাঝরাতে নিশি এসে নাম ধরে ডাকে
লেপমুড়ি দিয়ে শুই থরথর কাঁপি
অমাবস্যা পূর্ণিমায় মহাধুমধাম
কেটে যাবে অন্ধকার সব দুর্বিপাক।
নিয়ে আসি জানগুরু চলে তুকতাক
ছিটোই ঘটের জল সারা বাড়িময়
সরষে পোড়ার গন্ধে টেকা বড় দায়
আশপাশে বাড়িঘরে তটস্থ সবাই।
পাঁচিল টপকে আসে নিকষ-বেড়াল
ও ভাবে কাঁদছে কেন একলা কুকুর!
মরেছিল কে কোথায়! কবে কোনখানে
অতৃপ্ত আত্মারা বুঝি এ ভাবেই আসে।
এখন দেব না সাড়া, ডাকুক না যত
ঘুমের ওষুধ খাব পুরো একপাতা
সকালের আগে আর কিছুতেই নয়
আলোই সরিয়ে দেয় সকল আঁধার।