ভুল
ভুল
ভুল করে কভু যদি, ভুল হয়ে যায়,
ভুল করে তুমি যেন ভুলোনা আমায়।
ভুল ভেবে ভুল মোর ক্ষমা করে দিও,
ভুল করে হোক তবু ভালোবেসে যেও।
ভুলভাল ভুলে ভরা ছোটো এই জীবন,
ভুল ঠিকে কেটে যাক প্রতিদিন, প্রতিক্ষণ।
ভুল করে কভু যদি, ভুল হয়ে যায়,
ভুল করে তুমি যেন ভুলোনা আমায়।
ভুল ভেবে ভুল মোর ক্ষমা করে দিও,
ভুল করে হোক তবু ভালোবেসে যেও।
ভুলভাল ভুলে ভরা ছোটো এই জীবন,
ভুল ঠিকে কেটে যাক প্রতিদিন, প্রতিক্ষণ।