ভিয়েতনামের ভেংচি
ভিয়েতনামের ভেংচি


নিণ্ বিন, নামডিন,
সায়গন, বাওমিন ৷
জায়গার নাম শুনে —
মাথা ঘোরে রাত দিন !!
মানুষ জনের নাম,
বুঝে নিও তুমি সার—
স্বর আর ব্যাঞ্জন,
আখেরে অনুঃস্বার ৷৷
তুং, হুং, কং, খং,
চুং, ছুং, ভং, ডাম,
মন্ত্র নয়কো মোটে —
সবই যে লোকের নাম !!
চেহারার কি বাহার !
এক নাক সবাকার—
মুদিত চক্ষু দ্বয়,
এই বুঝি কথা কয় !!
শ্মশ্রু গুম্ফ বিণা,
মাকুন্দ জনগন ৷
গোঁফ দিয়ে যায় চেনা—
মিথ্যা বিলক্ষণ ৷৷
সাপ ব্যাং আরশোলা,
ইদুঁর কি বিৃশ্চিক
শূকর বা সারমেয়
জলের প্রাণীরা ঠিক ৷৷
ভেবোনা কো বসে আছি
বায়োলজি ক্লাসেতে,
সব কিছু লেখা আছে
হোটেলের মেনুতে ৷৷
কি বলি কি শুনি,
ভাষা নিয়ে জেরবার ৷
গুগল ট্রান্সলেসনে—
চলে কাজ কারবার !!
ভেবে মরি কিযে করি!
হৃদয়ে তে দোলাচল !
চলো ফিরে এই বেলা,
ভারত মাতার কোল ৷৷