ভাষাচিহ্ন
ভাষাচিহ্ন


আমাদের তোলা নেই আর কোনো মারণাস্ত্র, তূণ
এ শহরে রাখা আছে ঐক্যবদ্ধ বাদামী কফিন
তোমার ভাষাতে তুমি লিখে নাও যত খোলাচিঠি
আমাদের বুক জুড়ে বাছবো সে ভাষা প্রতিদিন
তুমিও নোয়াতে চাও পোড়া ঘাস রফিকের দেহে
কখনো বুলেট মেপে দাগ দিচ্ছ আমার ভাষায়
যেহেতু কবরে তুমি লিখে দাও আমার ঠিকানা
সমস্ত আঘাতচিহ্ন রাজপথে আবির ওড়ায়
আমার বিজয় থেকে আকাশেও উড়েছে যে চিঠি
কখনো তুমিও একা ফিরে পাবে সেসকল দান
প্রতিটি কফিন জানে সবুজ খোয়াই ঢেকে নিতে
যতটা পেরেক-দাগ আপামর ভাষার সমান
তোমার ভাষায় আমি খুঁজে গেছি নতুন চেহারা
তোমার ভাষায় শিখি অভিনয় রঙিন পোশাকে
কবরে রফিকরাও লেখে যত দেয়াললিখন
আমার বিষাদ বুক নিজস্ব হরফে তাই আঁকে